হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ১১ যিলক্বদ মহানবীর ( সা ) আহলুল বাইতের (আ) বারো মাসূম ইমামের ৮ম মাসূম ইমাম হযরত আলী ইবনে মূসা আর রিযার ( আ ) শুভ জন্মদিন । ১৪৮ হিজরীর ১১ যিলক্বদ ইমাম রিযা ( আ ) জন্ম গ্রহণ করেন । তাঁর পিতা ৭ম ইমাম হযরত মূসা ইবনে জাফার আল - কাযিম ( আ ) এবং মায়ের নাম তুক্তাম । তার শুভ জন্মদিন উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও তাবরীক ( মুবারক বাদ )।
আস'আদাল্লাহু আইয়ামাকুম ( মহান আল্লাহ আপনাদের সবার দিনগুলো সৌভাগ্য মণ্ডিত করুন । )
ইমাম রিযার ( আ ) শুভ জন্মদিনের মহতী এই ঈদ উৎসব মুবারক ।
ইমাম- ই রঊফ ( দয়ালু ইমাম ) ইমাম রিযা ( আ )
হরিণের রক্ষাকর্তা ইমাম রিযা ( শিকারীর শিকার থেকে রক্ষা পাওয়ার জন্য হরিণ ইমাম রিযার ( আ ) হারাম ও মাযার প্রাঙ্গণে আশ্রয় নিয়েছিল )
সূর্য সমূহের সূর্য ( শামসুশ শুমূস ) ও অন্তর সমূহের ঘনিষ্ঠ আপন জন ( আনীসুন্ নুফূস্ ) ইমাম রিযা
সবচেয়ে নি:সঙ্গ ও একা ( ঘরীবুল ঘুরাবা ) ইমাম রিযা
দুর্বলদের সাহায্য কারী ( মু'ঈনুয্ যুআফা ) ইমাম রিযা ( আ )
নূরনবী মুস্তাফার ( সা ) দেহের টুকরা ইমাম রিযা (আ)
মহান স্রষ্টা , মুস্তাফা , মুর্তাযা , যাহরা , মুজতাবা ও শহীদদের নেতার ( সাইয়েদুশ শুহাদা ইমাম হুসাইন ) সন্তুষ্টি ( রিযা ) ইমাম রিযা ( আ )
অন্তর সমূহের কিবলা ( প্রাণকেন্দ্র ) মাশহাদুর রিযা ( পবিত্র মাশহাদ নগরী ইমাম রিযার শাহাদাত স্থল )
ধরণীর বুকে বেহেশতের টুকরা আরামগাহে রিযা ( ইমাম রিযার সমাধিস্থল )
মুহাম্মদ মুনীর হুসাইন খান